অসুস্থতার কাগজপত্র আদালতে দাখিলের নির্দেশ
রাষ্ট্রদ্রোহ মামলায় গতকাল সোমবার শুনানি চলাকালে পাকিস্তানের সাবেক স্বৈরশাসক পারভেজ মোশাররফকে আদালতে হাজির হওয়া থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পরে আজ মঙ্গলবার পর্যন্ত শুনানি মুলতবি করেন বিশেষ আদালত। সেই সঙ্গে আজকের মধ্যে মোশাররফের চিকিৎসাসংক্রান্ত প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশ দেন আদালত। সকালে বিচারপতি ফয়সাল আরবের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চে মোশাররফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার শুনানি শুরু হয়। শুনানি চলাকালে বিচারপতি আরব আইনজীবী আনোয়ার মনসুরকে তাঁর মক্কেল মোশাররফের আদালতে অনুপস্থিতির পক্ষে...
Posted Under : Health News
Viewed#: 21
See details.

